নব নির্মিত কোকানিয়া সার্বজনীন জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে প্রথম বারের মত অনুষ্ঠিত হয় দানোত্তম শুভ কঠিন চীবর দান।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালবেলা অষ্টপরিষ্কার সহ সংঘদান অনুষ্ঠিত হয়।
শাসনকান্ডারী ভদন্ত সুমঙ্গল মহাথেরোর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভদন্ত উ সুবর্ণ মহাথের,শুভ উদ্বোধন করেন সোনাছড়ি রাজবিহারে অধ্যক্ষ ভদন্ত সুনন্দ স্থবির, প্রধান ধর্মদেশক নন্দশ্রী ভিক্ষু সহ মাননীয় ভিক্ষু ধর্মদেশনা করেন।
শুভ কঠিন চীবর দান সভায় শাসনরত্ন ভদন্ত ধর্মসেন মহাথেরোর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ভদন্ত প্রিয়ানন্দ মহাথের, প্রধান ধর্মদেশক উপস্থিত ছিলেন ভদন্ত শাসনবংশ মহাথের।
অনুষ্ঠান শুরুতে পবিত্র ত্রিপিটক পাঠ করেন ভদন্ত শাসনরক্ষিত ভিক্ষু, শুভ উদ্বোধন করেন কোকানিয়া সার্বজননী জ্ঞানোদয় বিহারে প্রতিষ্ঠাতা সভাপতি ভদন্ত শাসনপ্রিয় মহাথের। বিশেষ ধর্মদেশক উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রচার ও প্রকাশনা সম্পাদক ভদন্ত উত্তমানন্দ স্থবির।
এতে সংবর্ধিত অতিথি উপস্থিত ছিলেন ভদন্ত সুমঙ্গল মহাথের, ভদন্ত সুনন্দ স্থবির, ভদন্ত দীপকংর স্থবির, ভদন্ত বিপুলবংশ ভিক্ষু, ভদন্ত জে, ধর্মবোধি ভিক্ষু, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শিক্ষক রঞ্জন বড়ুযা, কোকানিয়া সার্বজনীন জ্ঞানোদয় বিহারের ভুমিদাতা দিদেশ বড়ুয়া প্রমুখ।ধন্যবাদ জ্ঞাপন করেন সন্তোষ বড়ুয়া,সঞ্চালনায় রাজু বড়ুয়া