আগামীকাল ১১ নভেম্বর ২০২১ ইংরেজী, বৃহস্পতিবার -যেসব বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে।
পটিয়া জোয়ারা খান খানাবাদ ভাবনানন্দ আরাম বিহার,হাটহাজারী গুমানমর্দন আরিয়া চতুরার্যসত্য আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র,মানিকপুর নব বিজয়ানন্দ বিহার, দীঘিনালা কার্বারী টিলা রাঙ্গাপানি ছড়া বন বিহার, উখিয়া রেজুরকুল ধর্মাশোক ধাতু-চৈত্য বৌদ্ধ বিহার, উখিয়া জ্যোতিসেন ভিক্ষু জন্মস্থান ধ্যান কেন্দ্র ও কল্যাণ প্রকল্প ,মধ্যম বিনাজুরী মিলনারাম বিহার, শিলক শান্তিকুঞ্জ লুম্বিনী বিহার, বেলখাইন সার্বজনীন শান্তিনিকেতন বিহার, বরকল আইমাছড়া শাখা বনবিহার, গাছবাড়ীয়া অমিতাভ বিহার,বরকল দীঘলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহার, রাঙ্গুনিয়া রাজানগর শিয়ালবুক্কা মৈত্রী বিহার, সুরঙ্গা কুঞ্জবন বিহার, পদুয়া নবরত্ন বিহার, পুটিখালী ফল বন বিহার, বরকল আইমাছড়া বন বিহার , ত্রিপুরা তুই চাকমা মৈত্রী বন বিহার, লাকসাম কোঁয়ার ইন্দ্রধাম বৌদ্ধ বিহার,পশ্চিম সৈয়দ বাড়ী শান্তিময় বিহার, মহামুনি মৈত্রী বিহার, বাগোয়ান সার্বজনীন সুদর্শন বিহার, জৈষ্ট্যপুরা কেন্দ্রীয় বৈশালী বিহার, পূর্ব আঁধার মানিক বৈজয়ন্তী বিহার, পশ্চিম ইদিলপুর সার্বজনীন শ্রদ্ধানন্দ বিহার,হোয়ারাপাড়া রামদাশ মহাবিহার,নানুপুর আনন্দধাম বিহার,লংগদু করল্যেছড়ি অমৃতাংকুর বৌদ্ধ বিহার,রেজুরকুল ধম্মাশোক ধাতু চৈত্য বৌদ্ধ বিহার, মহামুনি মৈত্রী বিহার, সীতাকুন্ড সলিমপুর আন্তর্জাতিক প্রজ্ঞানন্দ বিদর্শন ভাবনা কেন্দ্র ও সার্বজনীন বৌদ্ধ বিহার,মৈতলা সর্দ্ধম জ্যোতি বিহার,নাইক্ষ্যংছড়ি হেডম্যান পাড়া বৌদ্ধ বিহার, কোকানিয়া সার্বজনীন জ্ঞানোদয় বৌদ্ধ বিহার।