চট্টগামের বোয়ালখালী থানার অন্যতম সাহিত্য, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান “বৈদ্যপাড়া নবদীপ মিতালী সংসদ” (রেজি: নং: চট্ট: ১৪৬৭/৮৯) প্রতিবছরের মত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২১ সম্পন্ন করেছে।
গত ৫ নভেম্বর ২০২১ রোজ শুক্রবার সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন শুরু হয় এবং পর্যায়ক্রমে ছোট ছেলেমেয়েদের বিস্কুট দৌড়, ছোট ছেলেদের মোরগ লড়াই, ছোট মেয়েদের মিউজিকাল চেয়ার, বড় ছেলেদের পিলো পাসিং, যেমন খুশি তেমন সাজ এবং বড় মেয়েদের মিউজিকাল চেয়ার প্রতিযোগিতার মাধ্যমে শেষ হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়, এসময় অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সংসদের সভাপতি বাবু বোধিমিত্র চৌধুরী, সাধারণ সম্পাদক বাবু লোনেট বড়ুয়া, অবঃ নেভী অফিসার বাবু প্রিয়জিৎ বড়ুয়া, অবঃ অডিট কর্মকর্তা বাবু সবুজ চৌধুরী, কাস্টমস কর্মকর্তা বাবু প্রদীপ বড়ুয়া, অবঃ সিডিএ কর্মকর্তা বাবু বিকাশ চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন বাবু সৌকত চৌধুরী।