চট্টগ্রাম বৌদ্ধ বিহারের দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) দানসভায় সভাপতিত্ব বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ত্রয়োদশ সংঘরাজ চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিদশনাচার্য পন্ডিত ড. জ্ঞানশ্রী মহাথের। আশীর্বাদবাণী প্রদান করেন উপসংঘরাজ শাসনপ্রিয় মহাথের।
চীবর দানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন বৌদ্ধ সমিতির ভাইস চেয়ারম্যান ইউএসটিসি’র সাবেক উপাচার্য প্রফেসর ডাঃ প্রভাত চন্দ্র বড়ুয়া। বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির মহাসচিব সুদীপ বড়ুয়া, কঠিন চীবর দান উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী মৃগাংক প্রসাদ বড়ুয়া, সাধারণ সম্পাদক ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া, বৌদ্ধ নেতা স্বপন বড়ুয়া চৌধুরী, কীর্তনীয়া নয়ন বড়ুয়া।
ধর্মদেশনা করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জ্ঞানরত্ন মহাথের, ধর্মসাধক প্রজ্ঞাজ্যেতি মহাথের, রাজবন বিহারের আবাসিক ভিক্ষু মেত্তাবংশ থের, তিলোকাবংশ থের, ভদন্ত জ্যেতিসেন মহাথের প্রমূখ। সঞ্চালনা করেন যুবনেতা স্বপন কুমার বড়ুয়া ও অধ্যাপিকা ববি বড়ুয়া।