আগামীকাল ৭ নভেম্বর ২০২১ ইংরেজী, রবিবার–যেসব বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে।
ফ্রান্স ইউরোপিয়ান বাংলা বুড্ডিস্ট সেন্টার ,ত্রিপুরা স্ব ধর্ম বন বৌদ্ধ বিহার, উত্তর হারবাং নবরত্ন বিহার, ক্ষেত্রপুর মহা তীর্থ বন বিহার , লাঠিছড়ি সার্বজনীন বৌদ্ধ বিহার, উখিয়া শীলের ছড়া শাক্য সিংহ বিহার, চন্দনাইশ ধোপাছড়ি বন বিহার, লামা ভদ্রসেন পাড়া ধর্মরত্ন বৌদ্ধ বিহার,রংপুর বদরগঞ্জ কচুয়া মধুবন বৌদ্ধ বিহার,লোহাগাড়া মাইজবিলা জয়নগর অগ্রবংশ বিহার,বরকল বেগেনাছড়ি স্বধর্মরত্ন বৌদ্ধ বিহার, মাইজবিলা অগ্রবংশ বিহার, কাইন্দ্যা দৈজরীপাড়া জয় দ্বীপ বন বিহার,নানিয়ারচর আর্যবিমুক্তি বন বিহার, ত্রিপুরা মনুগাং বন বিহার, মধ্যম আধারমানিক সার্বজনীন লুম্বিনী বৌদ্ধ বিহার,আবুরখীল নন্দনকানন বিদর্শন বিহার, বিলাইছড়ি বাজার সার্বজনীন বৌদ্ধ বিহার,বাঁঁশখালী পুঁইছড়ি চন্দ্রজ্যোতি বিহার, বিজয়পুর ধম্মাচারিয়া বৌদ্ধ বিহার, মাটিরাংগা সার্বজনীন গৌতম বৌদ্ধ বিহার,রামু উখিয়ারঘোনা জেতবন বৌদ্ধ বিহার।