রাউজান উপজেলাধীন পূর্বগুজরাস্থ ঐতিহ্যবাহী ধুমারপাড়া আনন্দ বিহারে যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২৯ অক্টোবর ২০২১ খ্রিস্টাব্দ, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্বোধক হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ঊর্ধ্বতন সহ সভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের, প্রধান ধর্মদেশক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম-মহাসচিব প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথের। প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ-পটিয়া উপজেলা শাখার সভাপতি লায়ন ডা. মৃদুল বড়ুয়া চৌধুরী এমজেএফ, প্রধান জ্ঞাতী ছিলেন অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা শিবু প্রসাদ বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ভদন্ত দেবানন্দ মহাথের, সুদর্শন মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত জ্ঞানবিরিয় মহাথের, অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের সুযোগ্য মহাসচিব ভদন্ত সুমিতানন্দ থের, বিশিষ্ট কর আইনজীবী লায়ন এড. পি. কে বড়ুয়া, অধ্যাপক (অব.) রত্না বড়ুয়া, সদ্ধর্মদেশক ছিলেন ভদন্ত দেববংশ থের, ভদন্ত সুমনানন্দ থেরসহ প্রাজ্ঞ ভিক্ষু-সংঘ, এছাড়াও ভার্চ্যুয়ালি ধর্মদান করেন থাইল্যান্ডের ধম্মকায়া ফাউন্ডেশনের পক্ষে ভদন্ত ধম্মজায়া, ডব্লিউএবি এর প্রেসিডেন্ট ড. প্রনচাই পালওয়াধম্ম, মিথিলা চৌধুরী। স্বাগত ভাষন প্রদান করেন ভদন্ত জ্ঞানেন্দ্রিয় ভিক্ষ, মঙ্গলাচরণে ভদন্ত মহানাম ভিক্ষু। বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সভাপতি লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক প্রবারণ বড়ুয়া, অর্থ সম্পাদক বিটু বড়ুয়া, উদযাপন পরিষদের সভাপতি ডা. প্রমোতোষ বড়ুয়া, সাধারণ সম্পাদক কনক বড়ুয়া। অরুন বড়ুয়া, মিল্টন বড়ুয়া, রয়েল বড়ুয়া’র সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন বিজয় কুমার বড়ুয়া, ধন্যবাদ জ্ঞাপন করেন সুদীপ বড়ুয়া।
সকালবেলা ১মপর্বে ভদন্ত দেবানন্দ মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের, উদ্বোধক ভদন্ত জ্ঞানবিরিয় মহাথের, প্রধান ধর্মদেশক ভদন্ত পূর্ণানন্দ থের, বিশেষ অতিথি যথাক্রমে প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথের, ভদন্ত সুমিত্তানন্দ থের, ভদন্ত দেববংশ থের, সদ্ধর্মদেশক ভদন্ত করুণানন্দ ভিক্ষু, ভদন্ত মেত্তনন্দ ভিক্ষু, ভদন্ত সংঘমিত্র ভিক্ষু, স্বাগত ভাষন প্রদান করেন ভদন্ত বিধান চন্দ্র বড়ুয়া।
দিনব্যাপী অনুষ্ঠানে সন্ধ্যায় ধূমারপাড়া বৌদ্ধ পল্লী উন্নয়ন সংঘ আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে সকলের অংশগ্রহণে সম্প্রতি ও সৌহার্দ্যে অনুষ্ঠান সুসম্পন্ন হয়।
ফটো ক্যাপশনঃ ধূমারপাড়া আনন্দ বিহারে কঠিন চীবর দানের উদ্বোধন করছেন সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথেরসহ অতিথিবৃন্দ