আগামীকাল ৩০ অক্টোবর ২০২১ ইংরেজি শনিবার যেসব বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে।
জোবরা সুগত বিহার, আমেরিকা ভার্জিনিয়া বৌদ্ধ বিহার,ঢাকা নদ্দা প্রজ্ঞানন্দ বৌদ্ধ বিহার, আবুরখীল গৌতম বিহার,পশ্চিম শিলক সার্বজনীন বনরত্ন বৌদ্ধ বিহার,পূর্ব বিনাজুরী সার্বজনীন রত্নাংকুর বিহার,চন্দনাইশ পূর্ব জোয়ারা সন্তোষ বিহার,রাংগামাটি পাগলীছড়া ধর্ম শান্তি বন বিহার,নজরেরটিলা সার্বজনীন ধাতুরত্ন বিহার, ছাদাংগড়খীল পূর্বারাম বিহার, টেকনাফ হোয়াইক্ষং শাক্যমুনি বিহার, উখিয়া দক্ষিণ মরিচ্যা বেণুবন বিহার,গুইছড়ি আর্যচুগ ধুতাঙ্গ বিমুক্তি বিহার, রংপুর সদর হিরোয়োশি জে এস ফুকুই বৌদ্ধ বিহার,চান্দগাঁও সার্বজনীন আনন্দ বিহার, সাতকানিয়া রূপনগর সুদর্শন বিহার ,বান্দরবান নীলাচল অষ্টবিংশতি রত্নপ্রিয় বিদর্শন ভাবনা কেন্দ্র,জুরাছড়ি শুকনাছড়ি বেনুবন বৌদ্ধ বিহার, কলাউজান মৈত্রী বিহার,কাউখালী ত্রিরত্নাংকুর বন বিহার, মহালছড়ি মুবাছড়ি বন বিহার, সুবলং শ্রাবস্তী বন বিহার, রাঙ্গা পানিছড়া শান্তিগিরি বন বিহার,ফতেনগর উত্তর সুনীতি বিহার, লাকসাম নৈরপাড় আর্য্যধাম বৌদ্ধ বিহার, চট্রগ্রাম মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহার, তেকোটা সদ্ধর্মোদয় বিহার, পশ্চিম আঁধার মানিক সুখানন্দ বিহার, মেহেরআটি জঙ্গলী গোঁসাই বৌদ্ধ বিহার ,বায়েজিদ থানা কেন্দ্রীয় শান্তিকুঞ্জ বৌদ্ধ বিহার, পানছড়ি কলেজ গেইট সংঘ মৈত্রী বৌদ্ধ বিহার, মায়ানী সুদর্শন বৌদ্ধ বিহার,কাউখালী ত্রিরত্নাংকুর বিহার,বান্দরবান টাইগারপাড়া অষ্টবিংশতি বৌদ্ধ বিহার,রাঙামাটি সদরস্থ দেপ্পোয়াছড়ি মূখ জ্ঞান রত্ন বৌদ্ধ বিহার, করল সুমংগল বিহার, মুকুটনাইট গৌতম বিহার,রামু মেরংলোয়া চারি মহাতীর্থ আন্তর্জাতিক ভাবনা কেন্দ্র।