আগামীকাল ২৮ অক্টোবর ২০২১ ইংরেজি বৃহস্পতিবার যেসব বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে।
ত্রিপুরা লালছড়া বৌদ্ধ বিহার, ত্রিপুরা সুন্দরী সার্বজনীন নালন্দা বৌদ্ধ বিহার,নাইখাইন সন্তোষালয় বিহার, লংগদু জনহিতকর বন বিহার, হ্যামিল্টনগঞ্জ পুণ্যজ্যোতি বুদ্ধ বিহার,উখিয়া কুতুপালং মহাসূর্য বিহার, উখিয়া মরিচ্যা ধেছুয়াপালং শ্রদ্ধাংকুর বিহার,দক্ষিণ জয়নগর সার্বজনীন সুষেন বিহার, দিনাজপুর বিরল টিম্পু তিগ্যা বৌদ্ধ বিহার,জুরাছড়ি বনযোগীছড়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহার, ঘাগড়া বৈজয়ন্ত বন বিহার, বরকল মাইচ্ছড়ি অপর্ণা চরন বন বিহার, কাটাছড়ি বন বিহার, হাজারিবাক সাধনানন্দ বন বিহার, ধর্মপুর পূর্ণানন্দ বিহার,নিজামপুর স্বর্গচুড়া অরণ্য ধ্যান কেন্দ্র, মানিকছড়ি ওয়াকছড়ি ত্রিরত্ন বৌদ্ধ বিহার,গুইমারা ধর্মমিত্র মৈত্রী বৌদ্ধ বিহার,কক্সবাজার খরুলিয়া ধর্মজ্যোতি বৌদ্ধ বিহার।