রাউজানের মানব কল্যাণমূলক সংগঠন “ভালো কিছু করতে চাই” এর প্রতিষ্ঠাতা ও পরিচালক রুপেশ বড়ুয়ার উদ্যোগে সকল সদস্যবৃন্দের সহযোগিতায় রাউজান উপজেলাধীন দক্ষিন জয়নগর গ্রামের অসহায়, হতদরিদ্র, গৃহহীন রুপায়ন বড়ুয়ার বসত ভিটায় নতুর গৃহ নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।
গত ২৫ অক্টোবর নবনির্মিত গৃহের উদ্বোধনী অনুষ্ঠানে ভদন্ত দেবশ্রী মহাথেরে ও ভদন্ত দেবমিত্র থেরো ফিতা কেটে গৃহের শুভ উদ্বোধন করেন। এতে আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক দোলন কান্তি বড়ুয়া, ৮ নং কদলপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ইউপি সদস্য মিসেস জেনু রানী বড়ুয়া, মিসেস মীরা বড়ুয়া, অনিল বড়ুয়া, দুলাল বড়ুয়া, ডা. রিজু বড়ুয়া, কাজল বড়ুয়া, সুজন বড়ুয়া, কুসুম বড়ুয়া, দিপংকর বড়ুয়া, বাধন বড়ুয়া, আপন বড়ুয়া, প্রমিক বড়ুয়া প্রমূখ। এছাড়া গৃহপ্রবেশ কালীন সময়ে রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশন পৃষ্ঠপোষকতায় উক্ত সংগঠন অত্র পরিবারকে মানবিক সহায়তা হিসেবে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
এই সংগঠন বিগত দুই বছর যাবৎ চলন শক্তিহীন গরীব রোগীদের হুইল চেয়ার প্রদান, শীতবস্ত্র প্রদান, ৩৪ জন শিক্ষক -শিক্ষিকাকে সন্মাননা প্রদান, করোনা রোগীদের অক্সিজেন সেবা, অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা প্রদানসহ বিভন্ন সামাজিক কার্যক্রম করে চলেছেন।