নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে সাক্ষাৎ করেছেন বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন। রোববার (২৪ অক্টোবর) সকালে নগরভবনের মেয়রের কক্ষে তারা এ সাক্ষাৎ করেন।
এ সময় তারা মেয়রের কাছে তাদের শেষকৃত্যের জন্য শ্মশান ও একটি বিহার প্রতিষ্ঠার জন্য সহযোগিতা চান। সিটি মেয়রও এই বিষয়ে তাদের সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল আমিন, এনসিসি’র ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস উপস্থিত ছিলেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বড়য়াসহ দু’জন সদস্য।
জানা যায়, বৌদ্ধ ধর্মাবলম্বীদের শেষকৃত্যের জন্য নির্দিষ্ট কোনো স্থান নেই। তারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় শ্মশানেই শেষকৃত্যের কাজ সম্পন্ন করেন। নির্দিষ্ট করে একটি স্থানের জন্য এনসিসি মেয়রের কাছে আবেদন জানান বৌদ্ধ ধর্মাবলম্বীরা। একই সাথে একটি বিহারের জন্য সহযোগিতা কামনা করেন মেয়রের কাছে। এসব বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী