আমেরিকার ক্যালিফোর্নিয়া সম্বোধি বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২৪ শে অক্টোবর) শুভ কঠিন চীবর দানসভায় সভাপতিত্ব করেন লস এঞ্জেলেস ক্যালিফোর্নিয়া মেডিটেশন সেন্টারের অধ্যাক্ষ ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের, আশীর্বাদক ছিলেন ড. লোকানন্দ মহাথের।উপস্থিত ছিলেন।
ক্যালিফোর্নিয়া বোধি বিহারের অধ্যক্ষ পন্ডিত ড. করুনানন্দ মহাথের, আমেরিকান ভিক্ষু সনদ বিহারী, ভদন্ত বিনয় রক্ষিত থের, বার্মা থেকে আগত ভদন্ত ধর্মমিত্র থের, সানবার্নারদিনো থেকে আগত ভদন্ত উপগুপ্ত থের প্রমুখ উপস্থিত ছিলেন।