সংযুক্ত আরব আমিরাতে নব প্রতিষ্ঠিত “ বাংলাদেশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রে দানোত্তম শুভ কঠিন চীবর দান উদযাপিত হয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর) শুভ কঠিন চীবর দান সভায় সভাপতিত্ব করেন ভারত থেকে আগত জ্ঞানবিরিয়া বুড্ডিষ্ট সংঘ এর প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত কর্মযোগী জ্ঞালনংকার মহাথেরো , প্রধান অতিথি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অতিথি অধ্যাপক ড. সুমনপাল ভিক্ষু, প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব সদ্ধর্ম কোবিদ ভদন্ত এস লোকজিৎ ভিক্ষু, উদ্বোধক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্র ইউএই এর প্রতিষ্ঠাতা ভদন্ত শীলমিত্র থেরো , বিশেষ অতিথি ভদন্ত প্রজ্ঞাকরুনা ভিক্ষু, ভদন্ত প্রজ্ঞাপ্রিয় ভিক্ষু , ভদন্ত সম্বোধি ভিক্ষু প্রমুখ উপস্হিত ছিলেন ।
সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন জায়গা হতে বাংলাদেশী বৌদ্ধরা এই অনুষ্ঠানে অংশগ্রহন করেন।