হাটহাজারীর রুদ্রপুর ধর্মরত্ন বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৩ অক্টোবর বিকেলের কঠিন চীবর দানসভায় সভাপতিত্ব করেন হাটহাজারীর আঞ্চলিক সংঘনায়ক ভদন্ত শীল রক্ষিত মহাস্থবির।
প্রধান অতিথি ছিলেন সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের সভাপতি ভদন্ত শাসনানন্দ মহাস্থবির। প্রধান ধর্মদেশক ছিলেন ভদন্ত মৈত্রীপ্রিয় মহাস্থবির।
অন্যান্যদের মধ্যে ভদন্ত সত্যপাল মহাস্থবির, ভদন্ত শাসনশ্রী মহাস্থবির, ভদন্ত ডঃ দেবপ্রিয় মহাস্থবির, ভদন্ত ডঃ বুদ্ধপাল মহাস্থবির, ভদন্ত বুদ্ধপ্রিয় মহাস্থবির , ভদন্ত বিজয়ানন্দ স্থবির , ভদন্ত সংঘমিত্র স্থবির প্রমুখ দেশনা করেন।
সমগ্র অনুষ্ঠানটি দীপুল বড়ুয়ার সঞ্চালনা করেন ।