নানান উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে লাকসামের মজলিশপুর ধম্মাঙ্কুর বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর ) সকাল বেলা বিশ্বশান্তি কামনায় সূত্রপাঠ ও সমবেত বন্দনা, ৬:০১ মিনিটে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ৬:৩০ মিনিটে ভিক্ষুসংঘ প্রাতঃরাশ গ্রহণ, ৭:৩০ মিনিটে এ মহামান্য দশম সংঘরাজ পন্ডিত প্রবর শ্রীমৎ জ্যোতিপাল মহাথেরোর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।এরপর অত্র বিহারের ভূমি দাতাদের উদ্দেশ্যে অষ্টপরিষ্কার সহ সংঘদানের করা হয়।
উক্ত ধর্মীয় সম্মেলনে বিকেল বেলার দানসভায় বৌদ্ধ ধর্ম বিষয়ে আলোচনা করেন আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের সভাপতি ও প্রধান উপদেষ্টা ভদন্ত জিনসেন মহাথের, কুমিল্লা-নোয়াখালী ভিক্ষু সমিতির সহ-সভাপতি ভদন্ত প্রজ্ঞাশ্রী মহাথেরো, মজলিসপুর ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথেরো। মতইন গৌতম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও কুমিল্লা নোয়াখালি ভিক্ষু সমিতির সহ-সভাপতি ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরো,দুপচর তক্ষশীলা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও কুমিল্লা-নোয়াখালী ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক ভদন্ত উত্তমানন্দ থেরো, আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ থেরো সহ পূজনীয় ভিক্ষুসংঘ। এ সময় দানসভা শেষে প্রজ্ঞাজ্যোতি মহাথেরো ফাউন্ডেশন এর কার্যালয় শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শেষাংশে বিশ্বশান্তি কামনায় আকাশ প্রদীপ উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।