আগামীকাল ২৪ অক্টোবর রবিবার ২০২১ ইংরেজি যেসব বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে।
ফ্রান্স কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টার, কলকাতা বৌদ্ধ ধম্মাংকুর সভা, বাংলাদেশ বুড্ডিষ্ট বিহার অব নিউইয়র্ক , ক্যালিফোনিয়া সম্বোধি বিহার, ফটিকছড়ি নিশ্চিন্তাপুর শীলালঙ্কার শান্তিধাম বিহার, সাতকানিয়া দক্ষিণ পুরানগড় মহাবোধি বিহার, ত্রিপুরা ছৈলেংটা মৈত্রী বন বিহার, লামা পোয়াংপাড়া জেতবন বৌদ্ধ বিহার, বন্দুকভাংগা মুবাছড়ি সাধনাপুর বন বিহার,শিলিগুড়ি বুদ্ধ ভারতী,বিলাইছড়ি কেরনছড়ি দশবল বৌদ্ধ বিহার,বরকল হাজাছড়া সাম্য মৈত্রী বৌদ্ধ বিহার, কাউখালী রস্যাবিলি বন বিহার, বাঘাইছড়ি মেদিনীপুর বন বিহার,রাউজান খামারবাড়ী ধর্মদূত বৌদ্ধ বিহার, কলকাতা আলিপুর বৌদ্ধ বিহার, ত্রিপুরা ছৈলেংটা মৈত্রী বন বিহার,ভান্ডারগাও তিরতন বিহার, কলকাতা ইনসাইড মেডিটেশন সেন্টার , উওরবংগ নাগরাকাটা বুদ্ধ জয়ন্তী বিহার।