উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রাম কাতালগঞ্জ নব পন্ডিত বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২২ অক্টোবর বিকেলে দানসভায় বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত সুনন্দ মহাথেরোর সভাপতিত্বে সম্বর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথেরো । সম্বর্ধিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসংঘনায়ক শ্রীসদ্ধম্মরশ্মি রতনশ্রী মহাথেরো।
স্বাগত বক্তব্য রাখেন বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যুগ্ম মহাসচিব ও বুদ্ধগয়া বাংলাদেশ বৌদ্ধ মহাবিহারের সাধারণ সম্পাদক দেবপ্রিয় বড়ুয়া।
কঠিন চীবর ধর্মসভার শুভ উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত সংঘের উর্ধতন সহ-সভাপতি প্রফেসর ডঃ বিকিরণ প্রসাদ বড়ুয়া।
সভায় অন্যান্যদের মধ্যে সংঘের উর্ধতন সহ-সভাপতি রাজগুরু অভয়ানন্দ মহাথেরো, ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত বোধিমিত্র মহাথেরো, ভদন্ত সুমঙ্গল থেরো, উপ-বিহারাধ্যক্ষ তণহংকর ভিক্ষু, ডাঃ বিদূৎ বড়ুয়া, প্রকৌ: পরিতোষ কুমার বড়ুয়া, পুস্পেন বড়ুয়া কাজল, উপাধ্যক্ষ অধ্যাপক ডঃ সুব্রত বরণ বড়ুয়া, কমলেন্দু বিকাশ বড়ুয়া, মহিলা শাখার সহ-সভাপতি কেমি বড়ুয়া মুক্তা, লেখিকা মুনা বড়ুয়া চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
পূর্বাহ্ণে উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ দিবাকর বড়ুয়া সম্পাদকীয় রিপোর্ট ও সভাপতি অঞ্চল কুমার তালুকদার তার সভাপতির বক্তব্য রাখেন। স্মারক সম্পাদক রাহুল কান্তি বড়ুয়া বক্তব্য রাখেন ও সহ-সম্পাদক আল্পনা বড়ুয়া সহ অতিথিবৃন্দ স্মারক উম্মোচন করেন।
উক্ত কঠিন চীবর দানানুস্ঠানে থাইল্যান্ডের ধম্মকায়া মহাবিহারের পক্ষ থেকে চীবর ও অর্থদান করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উজ্বল কান্তি বড়ুয়া, সিজার বড়ুয়া ও অবিনাশ বড়ুয়া।