আজ ৮ই অক্টোবর ২০২১ইং শুক্রবার খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মারমা(মগ) ভাষা ধর্মীয় শিক্ষা পরিষদের ৭ম বার্ষিক ধর্মীয় বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, বৃত্তি এবং সনদপত্র বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি ভদন্ত ওয়িমালা থের। আশীর্বাদক ছিলেন ভদন্ত ওয়েন্না মহাথের। প্রধান জ্ঞাতি ছিলেন ভদন্ত উত্তমা মহাথের। বিশেষ জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত ক্ষেমাসারা মহাথেরো এবং ভদন্ত সুমনা থের(প্রতিষ্ঠাতা)।
এতে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব মংসুইপ্রু চৌধুরী, মাননীয় চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা পরিষদ। বিশেষ অতিথি ছিলেন জনাব জিতেন চাকমা, উপ-পরিচালক খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট। সঞ্চালনায় ছিলেন বাবু মংসাউ মারমা, বাবু পাইপ্রুচাই মারমা এবং বাবু মংসাইঞো মারমা।
অনুষ্ঠানে মঙ্গলাচারণ করেন ভদন্ত নাইদাগা ভিক্ষু।
স্বাগত বক্তব্য প্রধান করেন অত্র সংগঠনের সুযোগ্য মহাসচিব ভদন্ত আগাসারা।
এছাড়াও অত্র সংগঠনের সদস্য সদস্যাসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ মূল্যবান বক্তব্য প্রদান করেছেন।
এই বছরের মাতৃভাষা ও ধর্মীয় পরীক্ষায় ১,০০০ জনের অধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে এবং ৭০০ জনের অধিক কৃতকার্য হয়।
অনুষ্ঠানের শেষে মোট ৪০ জন A+ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে আর্থিক বৃত্তি, শিক্ষা সামগ্রী এবং সনদপত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি সংগঠনের আর্থিক ফাউন্ড গঠনের জন্য ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদানের আশ্বাস দেন।
সর্বশেষে বুদ্ধশাসনের জয়ধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
বিশেষ কৃতজ্ঞতা এবং মৈত্রীময় আশীর্বাদ রইলো যারা অত্র সংগঠনের জন্য কায়িক, আর্থিক এবং বাচনিকভাবে আমাদের সহায়তা দান করেছেন। প্রবাসীদের প্রতি রইলো মৈত্রীময় আশীর্বাদ। উনাদের সুস্বাষ্ঠ্য এবং প্রবাস জীবনের উত্তোরত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। সকলের জয়মঙ্গল হোক।