আলীকদম পান বাজার ত্রিরত্ন বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত উ আগা চামী মহাথের (৯৩) আর নেই।
(অনিচ্চা বত সাংখারা…….)
আজ (৫ অক্টোবর) সকাল ৯ টা ২৫ মিনিটে নিজ বিহারে বাধ্যক্যজনিত কারণে প্রয়াণ লাভ করেছেন।
প্রয়াত ভান্তের মরদেহ সংরক্ষণের জন্য আগামী ৮ অক্টোবর শুক্রবার ধর্মীয় মর্যাদা পেটিকাবদ্ধ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।