আজ মঙ্গলবার (৫ অক্টোবর ২০২১ ইংরেজী) ২৫৬৫ বুদ্ধবর্ষের ত্রৈমাসিক বর্ষাবাসের একাদশ উপোসথ ‘অমাবস্যা তিথি’ ।
শীল সুগন্ধের ন্যায় মনোহর সুগন্ধ আর নেই। ইহা বায়ুর অনুকূল এবং প্রতিকূল উভয়দিকে সমানভাবই প্রবাহিত হয়। অর্থাৎ, পুষ্প-সুগন্ধি দ্রব্য ইত্যাদির সুগন্ধ বায়ুর অনুকূলেই প্রবাহিত হয়, কিন্তু শীলবান ব্যক্তির কীর্তিগন্ধ সর্বদিকে প্রবাহিত হয়।
আসুন আজকের অমাবস্যা তিথিতে উপোসথ শীল গ্রহণ ও প্রতিপালন পূর্বক নিজেদের শীল পারমীতার পরিপূর্ণতা সাধনে সংকল্পবদ্ধ হই। এবং পরিবারের সকল সদস্যগণকে উপোসথ শীল গ্রহণ ও প্রতিপালনে উৎসাহিত করি। আর যাদের পুরো দিবস উপোসথ গ্রহণের সুযোগ নেই, তারা অর্ধ-উপোসথ হলেও উপোসথ গ্রহণের সংকল্পবদ্ধ হতে পারেন।