বৌদ্ধ যুব সংগঠন বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব এর আয়োজনে আনোয়ারা উপজেলাস্হ রুদুরা বুদ্ধানন্দ-ধর্মমিত্র ভিক্ষু শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্র ও ১৫ টি দুঃস্থ পরিবারে মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
শুক্রবার( ১ অক্টোবর) রুদুরা আনন্দ নিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, বুদ্ধানন্দ-ধর্মমিত্র ভিক্ষু শ্রমণ প্রশিক্ষণ কেন্দ্র এর প্রতিষ্ঠাতা ও পরিচালক, কর্মবীর ভদন্ত বোধিরতন মহাস্হবির ম সার্বিক সহযোগিতা,ঐকান্তিকতা,আন্তরিকতাপূর্ণ খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্হিত ছিলেন-বাংলাদেশ বৌদ্ধ সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া,যুগ্ম মহাসচিব অরুণ বড়ুয়া দেবু,নির্বাহী সদস্য প্রসুন কান্তি বড়ুয়া,বাংলাদেশ বৌদ্ধ যুব এর সহ সভাপতি অরূপ কুমার বড়ুয়া,সহ সভাপতি রনজন বড়ুয়া,সাধারন সম্পাদক স্বপন কুমার বড়ুয়া,বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের সাবেক সভাপতি অপু বড়ুয়া, বৌদ্ধ সমিতি- যুব এর অর্থ সম্পাদক বিকাশ কান্তি বড়ুয়া,দপ্তর সম্পাদক সুমন বড়ুয়া বাপ্পী, সহ সাংগঠনিক সম্পাদক অনুপম চৌধুরী পুলক,শিক্ষা ও সাহিত্য সম্পাদক বিজয় বড়ুয়া,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মানিক চন্দ্র বড়ুয়া,কার্য নির্বাহী সদস্য সুপন চৌধুরী,সদস্য অনুপম বড়ুয়া,রুবেল বড়ুয়া ও সৌরভ বড়ুয়া।
বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব এর পক্ষ থেক বুদ্ধানন্দ-ধর্মমিত্র ভিক্ষু শ্রমণ প্রশিক্ষণ কেন্দ্রের জন্য চাল,মশুর ডাল,চনার ডাল,তেল,পেয়াছ,লবন,আলু,গুড়া দুধ,চিনি,চা পাতা,হুইল গুড়া পাউডার ইত্যাদি প্রদান করা হয়।