চন্দনাইশ উপজেলার জামিজুরী সার্বজনীন গৌতম বিহার পরিদর্শন করেছেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত মিসেস মাকাওয়াদী সুমিতমোর।
শুক্রবার (১ অক্টোবর) সকালে গৌতম বিহার পরিদর্শন কালে তাঁর সাথে ছিলেন- থাই অ্যাম্বাসির মিনিস্টার কাউন্সিলর পানম থাং প্রায়ুন, মিনিস্টার কাউন্সিলর (কমার্শিয়াল) থেমাখাত আচাওআতায় ম্রং, থাই অনারারি কনসাল আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী।
এ সময় তিনি মঙ্গল প্রদীপ প্রজ্বলন এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ফরা সুমনা তিষ্য মহাস্থবিরের একক প্রচেষ্টায় নবনির্মিত বিহারের হলরুমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাধারণ সম্পাদক ড. সংঘপ্রিয় মহাথের’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চন্দনাইশ ভিক্ষু পরিষদ সাধারণ সম্পাদক ড. সুমনপ্রিয় থের’র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, জামিজুরী সার্বজনীন গৌতম বিহার পরিচালনা কমিটির সভাপতি মিলন বড়ুয়া।
স্বাগত বক্তব্য রাখেন- বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কমরেড ডা. মৃদুল বড়ুয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সানি বড়ুয়া ও ড. সঞ্চয় বড়ুয়া। মঙ্গলাচরণ করেন চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদ সা.সম্পাদক ও জামিজুরী সার্বজনীন গৌতম বিহার অধ্যক্ষ বোধিমিত্র থের এম.এ।