চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার আবদুল্লাপুর শাক্যমুনি বৌদ্ধ বিহারে আগামী তিন বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
আজ শুক্রবার (১অক্টোবর ২০২১) শাক্যমুনি বৌদ্ধ বিহারের হলরুমে এ কমিটি গঠন করা হয়।
বিহারাধ্যক্ষ এম ধর্মবোধি স্থবিরকে সভাপতি ও প্রকৌশলী তাপস বড়ুয়াকে সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
কমিটির অন্যান্যরা হলেন,
সহ-সভাপতি- সমর বিজয় বড়ুয়া, শুভাষ চন্দ্র বড়ুয়া (ইউপি সদস্য), সহ-সভাপতি- সুধির বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা চান্দু বড়ুয়া, বীরমুক্তিযোদ্ধা বিপুল বড়ুয়া।
যুগ্ম-সাধারণ -সম্পাদকঃ মাস্টার গান্ধী বড়ুয়া, তাপস বড়ুয়া (মিঠু) ( সাবেক ইউপি সদস্য), নরেন্দ্র বড়ুয়া ( ভুটান)।
যুগ্ম -সহ সাধারণ সম্পাদক একান্ত বড়ুয়া।
অর্থ সম্পাদক, সাগর বড়ুয়া।
সহ অর্থসম্পাদক দীপন সওদাগর।
হিসাব রক্ষক বিক্রম বড়ুয়া ( ব্যাংকার)।
ধর্মীয় সম্পাদক তেমিয় বড়ুয়া।
সহ -ধর্মীয় সম্পাদক অঞ্জলি বড়ুয়া।
সাংগঠনিক সম্পাদক বাবু বিপ্লব বড়ুয়া।
সহ -সাংগঠনিক সম্পাদক ডেবিট বড়ুয়া।
প্রবাসী বিষয়ক সম্পাদক সঞ্জীব বড়ুয়া (ফ্রান্স)।
সহ-প্রবাসী বিষয়ক সম্পাদক বাবু ঝুন্টু বড়ুয়া (ইউ আই), প্রসেনজিত বড়ুয়া (আমেরিকা), রাসেল বড়ুয়া (কাতার), বাবু বড়ুয়া (বাহরাইন), সুরেশ বড়ুয়া (আল লাইন)।
ধর্মীয় শিক্ষা বিষয়ক সম্পাদক শিখা রানী বড়ুয়া (শিক্ষিকা)। সহ-ধর্মীয় বিষয়ক সম্পাদক সুচিত্রা বড়ুয়া (কেশি)।
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক টিপন বড়ুয়া।
সহ-প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক পিংকন বড়ুয়া।
সাংস্কৃতিক সম্পাদক তপু বড়ুয়া।
সহ-সাংস্কৃতিক সম্পাদক নিশা বড়ুয়া।
দপ্তর ও ভান্ডার সম্পাদক করুন বড়ুয়া।
সহ-দপ্তর ও ভান্ডার সম্পাদক বিত্ত বড়ুয়া।
মহিলা সম্পাদিকা রুবী রানী বড়ুয়া।
সহ-মহিলা সম্পাদিকা আলপনা বড়ুয়া।
সমাজ কল্যাণ সম্পাদক অংশু বড়ুয়া।
কার্যকারী সদস্যঃ
মাস্টার নিপুণ বড়ুয়া, টিপু বড়ুয়া (সাংবাদিক), বাবুল বড়ুয়া (বিতীশিক), মলিন বড়ুয়া, রোটন বড়ুয়া, কনক বড়ুয়া (ইউপি সদস্য), পরিমল বড়ুয়া, উদয়ন বড়ুয়া, সমিরন বড়ুয়া, অশোক বড়ুয়া, বাপ্পী বড়ুয়া, কলি বড়ুয়া, সুখী রানী বড়ুয়া, রাখি বড়ুয়া, শিল্পী বড়ুয়া, মিকা বড়ুয়া, পূরবী বড়ুয়া, নিনি বড়ুয়া, বানু বড়ুয়া, সোহাগ বড়ুয়া, অঞ্জনা বড়ুয়া, শিলা বড়ুয়া, রুপাল বড়ুয়া, পোপন বড়ুয়া, লাভলী বড়ুয়া, লাকী বড়ুয়া (ইউপি সদস্য), শিখা বড়ুয়া, পিযূষ বড়ুয়া, সুকুমার বড়ুয়া,নেপাল বড়ুয়া।