ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে নট ফর সেল ক্লাবকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে আগামী ৭ দিনের মধ্যে যে সকল বই সদস্যদের মধ্যে প্রকাশ করা হয়েছে তা বাজেয়াপ্ত করা , নট ফর সেল পেইজে বৌদ্ধদের নিয়ে প্রচারিত মিথ্যা প্রচারণার জন্য অনতিবিলম্বে পোস্ট সমূহ মুছে ফেলা , বৌদ্ধদের নিকট ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অনুমতিক্রমে উক্ত বইটি প্রকাশ ও প্রকাশনা করতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাজধানীসহ দেশের ১১টি বৌদ্ধ বিহারে বইটির মোড়ক উন্মোচন করেন।
পৃথিবী বদলে দেওয়া মানুষ ও বিষয় নিয়ে ‘বই বিপ্লব’ সিরিজের প্রথম বই সিদ্ধার্থ গৌতম বুদ্ধের পূর্ণাঙ্গ জীবনী কালেক্টর’স এডিশন ‘বুদ্ধ গ্রাফিক গাইড’ নিয়েপ্রকাশের সাথে সাথে চরম বিতর্কের জন্ম দিয়েছে। এ নিয়ে সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যে বৌদ্ধ সমাজের মধ্যে চলছে চরম নিন্দা। বইয়ে যৌনতা নিয়ে এমন ছবি দেয়া হয়েছে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করার সামিল। আবার বইয়ে যৌনতা নিয়ে খোলামেলা আলোচনা করা হয়েছে এবং যৌনতা-বিষয়ক পরামর্শ দেওয়া হয়েছে।