1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৯ পূর্বাহ্ন

মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে প্রার্থনা

প্রতিবেদক
  • সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৩ পঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে  মেরুল বাড্ডাস্থ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে এক বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত  হয়েছে।

আজ (২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এ সভার আয়োজন করে।

উক্ত প্রার্থনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ।
প্রার্থনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশন এর সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন- ফেডারেশন এর সভাপতি প্রকৌ: দিব্যেন্দুবিকাশ চৌধুরী বড়ুয়া , ২১ নং ওয়াডের কাউন্সিলর  মাসুম গণি তাপস, ফেডারেশন এর সাবেক সভাপতি প্রফেসর ডা: অসীম রন্জন বড়ুয়া, সহসভাপতি মি: শাক্যপ্রিয় বড়ুয়া ,কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মি: সুপ্ত ভূষণ বড়ুয়া ,ফেডারেশন এর সহসভাপতি ভদন্ত বুদ্ধানন্দ মহাথের,সহসভাপতি  রিপন কান্তি বড়ুয়া , অর্থ সম্পাদক উত্তম কুমার বড়ুয়া , মহিলা বিষয়ক সম্পাদক  মধুমিতা বড়ুয়া , ড. জগন্নাথ বড়ুয়া , নারীনেত্রী বেবী বড়ুয়া , প্রফেসর ড. বিমান চন্দ্র বড়ুয়া , শিল্পী শেলু বড়ুয়া ,রাহুল বড়ুয়া , জয়দত্ত বড়ুয়া ,  অমল বড়ুয়া , সুজন বড়ুয়া ,  রূপায়ন কুমার বড়ুয়া ,  জীবক বড়ুয়া , নারীনেত্রী ববিতা বড়ুয়া , সজীব বড়ুয়া সাজু,  সৌমেন চৌধুরী ,  অপু বড়ুয়া , শাক্যপদ বড়ুয়া , সেবপ্রিয় বড়ুয়া রিংকু, রতন কুমার বড়ুয়া ,  রন্জন বড়ুয়া , অর্পিতা বড়ুয়া , পরাগ চাকমা, ট্রাস্টের রন্জন বড়ুয়া প্রমূখ।

প্রার্থনা সভায় মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা,দীর্ঘায়ু, মঙ্গলময় জীবন কামনা করা হয়।

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!