ত্রিরত্ন সংঘের উদ্যাগে বার্ষিক অষ্টপরিস্কার সমেত সংঘদান ও একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর )ত্রিরত্ন সংঘের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অষ্টপরিস্কার সমেত সংঘদান ও একক সদ্ধর্মদেশনা অক্সিজেন ত্রিরত্ন বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়।
মির্জাপুর শান্তিধাম বিহারের অধ্যক্ষ ভদন্ত ভদন্ত শীলরত্ন ভিক্ষু সভাপতিত্বে প্রধান ধর্মদেশক ছিলেন ভদন্ত ড. দীপংকর থের । আশীর্বাদক ছিলেন ত্রিরত্ন বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত শান্তিবোধি ভিক্ষু।
অন্যান্যের মধ্যে ভদন্ত সংঘশ্রী থের মহোদয়, মেথাংকর ভিক্ষু, চান্দগাও আবাসিক এলাকা সাধিকা সঞ্জু রাণী বড়ুয়া।
আরো উপস্থিত ছিলেন ত্রিরত্ন বৌদ্ধ বিহারের সভাপতি, ত্রিরত্ন সংঘের উপদেষ্টা, রতন কুমার বড়ুয়া, সাবেক কর্মকর্তা বাংলাদেশ ব্যাংক,বাংলাদেশ বৌদ্ধ সমাজ সংস্কার আন্দোলনের সভাপতি বোধিপাল বড়ুয়া,শিক্ষক বিকাশ কান্তি বড়ুয়া,শিক্ষক তপন কান্তি বড়ুয়া, আন্দন মোহন বড়ুয়া, প্রদ্যুৎ বড়ুয়া ও অরুপ বড়ুয়া, ত্রিরত্ন সংঘের সহ-সভাপতি দোলা চৌধুরী,সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়তু বড়ুয়া,অর্থ সম্পাদক সুশান্ত বড়ুয়া,প্রচার সম্পাদক দেব প্রিয় বড়ুয়া, সহ-প্রচার সম্পাদক অন্তু বড়ুয়া,সহ-সাংস্কৃতিক সম্পাদক বাবলু বড়ুয়া, শিক্ষা ও সাহিত্য সম্পাদক রনি বড়ুয়া,সহ-স্বাস্থ্য সম্পাদক রাজু বড়ুয়া,কার্যকারী সদস্য অন্তর বড়ুয়া,কার্যকারী সদস্যা পিংকি বড়ুয়া প্রমুখ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।