রাঙ্গামাটি জেলা কাপ্তাই বড়ইছড়ি পাহাড়ীকা বনাজী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা,বেঙছড়ি পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ.সনা মহাথেরো’র উপসম্পাদা দাতা/সংঘপিতা, বিশিষ্ট ধার্মিক উপাসক,পার্বত্য ও চট্টগ্রামের সুপরিচিত কবিরাজ প্রয়াত মংলুং মারমা(কবিরাজ)এর সাপ্তাহিক সংঘদান ও জ্ঞতিভোজন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ সেপ্টেম্বর /২১ রোজঃবৃহস্পতিবার সকালে প্রয়াত নিজ বাড়ীতে অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি আসন অলংকৃত করেন রাজনিকায় মার্গের ৬ষ্ট মহাসংঘনায়ক, পুণ্যতীর্থ চিৎম্রং বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ পরম পূজনীয় ভদন্ত উ.পামোক্ষা মহাথেরো।
সকালবেলা সদ্ধর্মানুষ্ঠানে ছিল পঞ্চশীল গ্রহন, বুদ্ধ প্রতিবিম্ব দান,প্রব্রজ্যা ও উপসম্পাদা গ্রহন,অষ্টপরিস্কার দান ও সদ্ধর্মদেশনা।
প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত থেকে ধর্মদেশনা প্রদান করেন বান্দরবান জেলা সদর উজানী পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, রাজগুরু ভদন্ত উ.সুবন্নলংকার মহাথের, বিশেষ সদ্ধর্মদেশনা প্রদান করেন চট্টগ্রাম সিইপিজেট ফরা রং খ্রেনদ ক্যাং(বৌদ্ধ বিহার) অধ্যক্ষ ভদন্ত ওয়ানাশ্রী থের মহোদয়।
প্রধান জ্ঞাতি আসন অলংকৃত করেন দেবতাছড়ি মহাজন পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পরম পূজনীয় ভদন্ত উ ক্ষেমিন্দা মহাথের।
উক্ত সদ্ধর্মানষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার থেকে ভক্তনুরাগী ও উপাসক উপাসিকারা অংশ করেন।
উল্লেখ যে,গত ১৭ সেপ্টেম্বর বিকাল ৫ঃ২০ টা চট্টগ্রাম একটি ক্লিনিকের চিকিৎসাধীন অবস্থা কবিরাজ মংলুং মারমা পরলোকগমন করেন।পরিবারের পক্ষ থেকে প্রয়াত মেজ ছেলে মুইচিং মারমা পুণ্যানুষ্ঠানে উপস্থিত মহাভিক্ষু সংঘ ও দায়ক দায়িকাদের প্রতি কৃতজ্ঞতা জানান।