ধূমারপাড়া আনন্দ বিহার পরিচালনা কমিটির এক সাধারণ সভায় আসন্ন প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উদযাপনের লক্ষে গ্রামবাসীর সম্মতিতে ডাঃ প্রমোতোষ বড়ুয়া’কে সভাপতি, কনক বড়ুয়া’কে সাধারণ সম্পাদক, রয়েল বড়ুয়া’কে অর্থ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানোৎসব উদযাপন কমিটি- ২০২১ খ্রিস্টাব্দ গঠন করা হয়। পূর্ণাঙ্গ কমিটির অনন্য সদস্যবৃন্দ সহ-সভাপতি- বিদয়ন বড়ুয়া, সহ- সাধারণ সম্পাদক- রিপন বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক- অপি বড়ুয়া, ধর্মীয় সম্পাদক- সুদীপ বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক- উচ্ছাস বড়ুয়া, আপ্যায়ন সম্পাদক- রিগান বড়ুয়া, সাজসজ্জা সম্পাদক- অভি বড়ুয়া, সেচ্ছা সেবক সম্পাদক- সাগর বড়ুয়া, সহ-সেচ্ছা সেবক সম্পাদক- পলাশ বড়ুয়া, কার্যকরী সদস্য যথাক্রমে, বিজয় কুমার বড়ুয়া, সুশীল বড়ুয়া, রণধীর বড়ুয়া, লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, সজল কান্তি বড়ুয়া, দানবীর বড়ুয়া, প্রবারণ বড়ুয়া, অরুন বড়ুয়া, বিটু বড়ুয়া, মিল্টন বড়ুয়া, উত্তম বড়ুয়া প্রমূখ। সভায় নবনির্বাচিত কর্মকর্তাবৃন্দ ২০ অক্টোবর প্রবারণা পূর্ণিমা ও ২৯ অক্টোবর ২০২১ খ্রিস্টাব্দ, শুক্রবার কঠিন চীবর দান উদযাপনে বিহার পরিচালনা কমিটি, দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা তথা গ্রামবাসীর সর্বোত সহযোগীতা প্রত্যাশা করেন।