1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন

‘বুদ্ধ গ্রাফিক গাইড’ নিয়ে পরিচালনা পর্ষদের দু:খ প্রকাশ

প্রতিবেদক
  • সময় বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৮০৪ পঠিত

পৃথিবী বদলে দেওয়া মানুষ ও বিষয় নিয়ে ‘বই বিপ্লব’ সিরিজের প্রথম বই সিদ্ধার্থ গৌতম বুদ্ধের পূর্ণাঙ্গ জীবনী কালেক্টর’স এডিশন ‘বুদ্ধ গ্রাফিক গাইড’ নিয়ে প্রকাশের সাথে সাথে চরম বিতর্কের জন্ম দিয়েছে।  এ নিয়ে সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যে বৌদ্ধ সমাজের মধ্যে  চলছে চরম নিন্দা। বইয়ে  যৌনতা নিয়ে এমন ছবি দেয়া হয়েছে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করার সামিল। আবার বইয়ে  যৌনতা নিয়ে খোলামেলা আলোচনা করা হয়েছে এবং যৌনতা-বিষয়ক পরামর্শ দেওয়া হয়েছে। 

বইটি প্রকাশের পর পর বিভ্রান্তিকর তথ্য এবং কিছু কুরুচিপূর্ণ চিত্র শান্তপ্রিয় বৌদ্ধ জনসাধারণের মনে ধর্মীয়ভাবে আঘাত আনে।তার পরিপেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতন বৌদ্ধ জনসাধারণ সোচ্চার ও প্রতিবাদ,নিন্দা,ক্ষোভ অব্যাহত রাখে ।

অবশেষে  বৌদ্ধদের প্রতিবাদের প্রেক্ষিতে  “নট ফর সেল ক্লাব” পরিচালনা পর্ষদের সাথে এক সভা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার  (২২ সেপ্টেম্বর) বিকাল ৫ টায়  ঢাকা ধর্মরাজিক মহাবিহারে সভায় উপস্থিত  ছিলেন-বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উধ্বর্তন সহ সভাপতি ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া,মহাসচিব পি আর বড়ুয়া,সহ সভাপতি  রনজিত বড়ুয়া,যুগ্ম মহাসচিব প্রফেসর ড.সুমন কান্তি বড়ুয়া,সাংগঠনিক সচিব অনুপম বড়ুয়া,ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের সুপারনিউম্যারেরি অধ্যাপক ড.সুকোমল বড়ুয়া,“নট ফর সেল ক্লাব” এর পক্ষে ছিলেন সভাপতি- কাজল দাশ,সদস্য- মেহের আলী,সদস্য রঞ্জন দেবনাথ,সদস্য-  ইমন ইমরান।

সভায়  “নট ফর সেল ক্লাব”  দুঃখপ্রকাশ করে বইটির প্রচার নিষিদ্ধকরণ,পরবর্তী সংস্করণ থেকে বিরত থাকা,অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তিকর তথ্য প্রকাশের জন্য দুঃখপ্রকাশ,ভবিষ্যতে এরকম প্রকাশনা করার সময় সচেতন থাকবেন বলে অঙ্গীকারনামা দিয়ে স্বাক্ষর করেন ।

যদিও বা সোমবার (২০ সেপ্টেম্বর) রাজধানীসহ দেশের ১১টি বৌদ্ধ বিহারের প্রধানরা বইটির মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে বলা হয়, প্রথাগত প্রকাশনা সংস্থার বাইরে ব্যক্তিগত উদ্যোগে বই প্রকাশ করে থাকে পাঠকের সংগঠন নট ফর সেল ক্লাব।  ‘ক্রয় নয় অর্জন করুন’ এই স্লোগানে দেশে প্রথম বই প্রকাশ করছে সংগঠনটি।
অনুষ্ঠানে বক্তরা বলেন, প্রথাগত প্রকাশনার বাইরে  বুদ্ধকে নিয়ে এভাবে আগে কখনও এমন বই প্রকাশ করা হয়নি।

অনুষ্ঠানে বলা হয় গৌতম বুদ্ধের জীবন ও দর্শনকে শিক্ষার্থীসহ সকল পাঠকের কাছে সহজবোধ্য উপস্থাপন করার এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ।

 

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!