1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৬:২০ পূর্বাহ্ন

উন্মুক্ত হলো নট ফর সেল ক্লাবের ‘বুদ্ধ গ্রাফিক গাইড’

প্রতিবেদক
  • সময় সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৬২৬ পঠিত

পৃথিবী বদলে দেওয়া মানুষ ও বিষয় নিয়ে ‘বই বিপ্লব’ সিরিজের প্রথম বই সিদ্ধার্থ গৌতম বুদ্ধের পূর্ণাঙ্গ জীবনী কালেক্টর’স এডিশন ‘বুদ্ধ গ্রাফিক গাইড’ উন্মুক্ত হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) রাজধানীসহ দেশের ১১টি বৌদ্ধ বিহারের প্রধান ভান্তেরা (ধর্মগুরু) বইটির মোড়ক উন্মোচন করেন। 

রাজধানীর বাসাবো ধর্মরাজিক বুদ্ধ বিহারে সকালে বইটির মোড়ক উন্মোচন করেন উপাধ্যক্ষ আনন্দ মিত্র মহাথেরো। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন— বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের ঊর্ধ্বতন সহসভাপতি ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, সহসভাপতি রঞ্জিত কুমার বড়ুয়া, যুগ্ম-মহাসচিব ড. সুমন কান্তি বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক অনুপম বড়ুয়া এবং অধ্যাপক সুকমল বড়ুয়া।

অনুষ্ঠানে বলা হয়, প্রথাগত প্রকাশনা সংস্থার বাইরে ব্যক্তিগত উদ্যোগে বই প্রকাশ করে থাকে পাঠকের সংগঠন নট ফর সেল ক্লাব।  ‘ক্রয় নয় অর্জন করুন’ এই স্লোগানে দেশে প্রথম বই প্রকাশ করছে সংগঠনটি।

অনুষ্ঠানে বক্তরা বলেন, প্রথাগত প্রকাশনার বাইরে  বুদ্ধকে নিয়ে এভাবে আগে কখনও এমন বই প্রকাশ করা হয়নি।

গৌতম বুদ্ধের জীবন ও দর্শনকে শিক্ষার্থীসহ সকল পাঠকের কাছে সহজবোধ্য উপস্থাপন করার এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ।

নট ফর সেল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ‘বাংলাদেশে প্রথম কোনও বইয়ের কালেক্টর’স এডিশন প্রকাশ করা হয় সংগ্রহের অংশীদার হিসেবে, বিক্রয়ের জন্য নয়। অর্জনের মনস্তত্ত্ব তৈরি করা, পাঠকসহ সংশ্লিষ্টদের ক্রয়ের সঙ্গে প্রথাগত যে মনস্তত্ত্ব, তা থেকে বেরিয়ে বইকে সেলিব্রেট করা হয় এই ক্লাব থেকে।

অনুষ্ঠানে জানানো হয়, নট ফর সেল ক্লাবের পরবর্তী বই মক্কায় মুহাম্মদ (স.) কালেক্টর’স এডিশন ম্যাপ সংস্করণসহ উন্মুক্ত হবে শিগগিরই। প্রতিটি বই উন্মুক্ত করার ক্ষেত্রে বই উৎসব করা হবে বলে জানানো হয়।

সোমবার (২০ সেপ্টেম্বর) মধু পূর্ণিমায় বইটির মোড়ক উন্মোচন করা হয়— রাজধানীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বুদ্ধ বিহার, বাসাবো ধর্মরাজিক বুদ্ধ বিহার ও মিরপুর ১৩ নম্বরে শাক্যমুনি বৌদ্ধ বিহারে।  এছাড়া কুমিল্লার শালবন বৌদ্ধ বিহার, জয়পুরহাটের জ্ঞানশ্রী বৌদ্ধ বিহার, চট্টগ্রামের বৌদ্ধবিহার নন্দনকানন, রাঙ্গামাটির রাজবন বিহার, রাজশাহী অঞ্চলের নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার, কক্সবাজারের রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহার, খাগড়াছড়ির ধর্মপুর আর্য বনবিহার, রাঙ্গামাটির বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!