মধু পূর্ণিমায় উম্মুক্ত হচ্ছে জীবনী বই ‘বুদ্ধ’ আসছে মধু পূর্ণিমায় প্রকাশিত হচ্ছে গৌতম বুদ্ধের পূর্ণাঙ্গ জীবনী নিয়ে কালেক্টরস এডিশন বই ‘বুদ্ধ’।
এই প্রথম বাংলাদেশে ব্যক্তিগত পর্যায়ে কালেক্টরস এডিশন সংগ্রহের ক্লাব, ‘নট ফর সেল’ এর উদ্যোগে প্রকাশিত হচ্ছে বইটি।
পৃথিবী বদলে দেয়া মানুষের জীবন ও বিষয় নিয়ে ৫০টি সিরিজের প্রথম বই এটি। ক্লাবটির পরের বই, মক্কায় মুহম্মদ।
বুদ্ধ! যার অর্থ যিনি জ্ঞানপ্রাপ্ত হয়েছেন। সিদ্ধার্থ গৌতমের জীবন, বোধি লাভ আর প্রদত্ত শিক্ষাকে সহজ করে পাঠকের কাছে তুলে ধরা হয়েছে গ্রাফিক গাইডে। আর, এই উদ্যোগ কোন প্রকাশনা সংস্থার নয়। একটি পাঠক সংগঠনের। আসছে মধু পূর্ণিমায় ঢাকাসহ দেশের প্যাগোডাগুলোতে উন্মুক্ত করা হবে বইটি। এর মধ্যেই ওয়ার্ল্ড বেস্ট সেলার ইউভাল নোয়া হারারির ‘সেপিয়েন্স’ বইয়ের বাংলা কালেক্টরস এডিশন এনে সাড়া ফেলে দিয়েছে হাজারো পাঠকের সংগঠন ‘নট ফর সেল ক্লাব’। ক্রয় নয় অর্জন করুন-এমন ট্যাগ লাইনে দেশে বই আর পাঠকের মেলবন্ধনে ভবিষ্যতের পথে হাঁটতে চায় এই অলাভজনক পাঠকের ক্লাবটি।