বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা’র ভিক্ষু ব্যাক্তিত্ব, বিনয়শীল-ভদন্ত প্রজ্ঞেন্দ্রিয় থের’র শিষ্য ভদন্ত মহাকাশ্যপ ভিক্ষু আর নেই। (অনিচ্চা বত সাংখারা….)
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
আজ (১৭ সেপ্টেম্বর) শুক্রবার চট্টগ্রাম শেভরন হাসপাতালে মরণব্যাধি ক্যান্সারে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮ টা ৩০ মিনিটে পরলোকগমণ করেন।