মোমিন রোডস্থ চট্টগ্রাম মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহারের উদ্যোগে বর্ষসাটিকা উপসথিক সংঘদান ও সদ্ধম্ম গবেষক, ভদন্ত উ পঞ্ঞা চক্ক মহাথে’র একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) নগরীর প্রিয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘ নায়ক অগ্গমহাপন্ডিত, প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথেরর সভাপতিত্বে ও সূর্য্যসেন বড়ুয়া শঙ্কু’র পরিচালনায় অষ্ট-উপকরণ দান, বীর মুক্তিযোদ্ধা ভদন্ত শীল জ্যোতি থের’র পারলৌকিক মঙ্গল কামনায় মহতী সংঘদান অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে সকাল ১০ টায় মঙ্গলাচরণের মাধ্যমে বর্ষাসাটিকা উপসথিক সংঘদান অনুষ্ঠিত হয়। ২য় পর্বে বিকাল ৩ ঘটিকায় সদ্ধম্ম গবেষক, ভদন্ত উ পঞ্ঞা চক্ক মহাথে’র একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠিত হয়। উক্ত ধর্মীয় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন কাতালগঞ্জ নবপন্ডিত বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উপানন্দ মহাথের। স্বাগত বক্তব্য রাখেন সার্বজনীন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত বজিরানন্দ মহাথের। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি মিথুন বড়ুয়া, চীবর দান উদ্যাপন কমিটির সভাপতি স্বদেশ কুসুম চৌধুরী, বিনয় ভূষণ বড়ুয়া, সাবেক অধ্যক্ষ তরুণ তপন বড়ুয়া, সাবেক অধ্যক্ষ দীপক চৌধুরী, কমলেন্দু বিকাশ বড়ুয়া, প্রিতীশ বড়ুয়া, ত্রিদীপ কুমার বড়ুয়া, ভদন্ত শ্রদ্ধানন্দ থের, সুনন্দ প্রিয় ভিক্ষু, বিহার পরিচালনা কমিটির সভাপতি অলক বড়ুয়া বিটু, ভিপি উত্তম কুমার বড়ুয়া, প্রণবরাজ বড়ুয়া, তাপস কান্তি বড়ুয়া, প্রকৌশলী পলাশ বড়ুয়া, অসিম বড়ুয়া, প্রসেনজিত বড়ুয়া, সুভ্রমনিয়াম বড়ুয়া পাপ্পা, সুজন বড়ুয়া, রেবা বড়ুয়া, করুন বড়ুয়া, রাজীব বড়ুয়া, আশীষ বড়ুয়া জুয়েল, উপদেশ বড়ুয়া, রেখা বড়ুয়া, দোলা চৌধুরী, এস বি সম্রাট প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘ নায়ক অগ্গমহাপন্ডিত, প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের বলেন, মহাকারুনিক তথাগত গৌতম বুদ্ধের ত্যাগের মহিমায় সকলকে মহিমান্বিত করে, বুদ্ধের নীতি-“অহিংসা পরম ধর্ম” এই সত্যের আলোকে সবার জীবন আলোকিত হোক। অশান্ত বিশ্বে শান্তি বিরাজ করুক। জগতের সকল প্রাণি সুখি হোক, সত্য ও সুন্দরের জয় হোক।