ডা. সাগর বড়ুয়া বিসিএস ( স্বাস্থ্য) ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছে। তিনি রাউজান উপজেলার পূর্ব আধারমানিক গ্রামের বিন্দু বড়ুয়া ও সীমা বড়ুয়ার সন্তান।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর ) বিকেলে ৪২তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবার বিসিএস উত্তীর্ণ চার হাজার চিকিৎসককে সুপারিশ করা হয়েছে।
পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।
মো. সোহরাব হোসাইন বলেন, বিকেলে পিএসসির বিশেষ সভা শেষে ফল প্রকাশের সিদ্ধান্ত হয়। এই বিশেষ সভায় ৪২তম বিশেষ বিসিএসের ফলাফল অনুমোদন দেওয়া হয়।
তিনি বলেন, বিসিএসের মাধ্যমে প্রথমে দুই হাজার, পরে আরও দুই হাজারসহ মোট চার হাজার চিকিৎসক নেওয়া হচ্ছে।
করোনার প্রেক্ষাপটে দুই হাজার চিকিৎসক নেওয়ার জন্য গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়।
গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় (লিখিত টাইপ) ৩১ হাজার জন চিকিৎসক অংশ নেন।
এক মাস পর ২৯ মার্চ এই বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন। পরে কয়েক দফায় পেছানো হয় ৪২তম বিসিএসের ভাইভা। পরে চিকিৎসক নিয়োগ দ্রুত সম্পন্ন করতে বিশেষভাবে কাজ করে পিএসসি।