হাটহাজারীর আঞ্চলিক সংঘনায়ক, কর্মযোগী ভদন্ত শীলরক্ষিত মহাথের’র ৭৫ তম শুভ জম্মবার্ষিকী ও জোবরা গ্রামের সকল জ্ঞাতিবর্গের পূণ্যস্মৃতি স্মরণে উপোসথিক অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট ) হাটহাজারীর জোবরা সুগত বিহারে অনুষ্ঠিত মঙ্গলানুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ শ্রুতিধর ভদন্ত শীলানন্দ মহাস্থবির ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভদন্ত ড. দেবপ্রিয় মহাস্থবির , প্রধান স্বধর্ম দেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব সদ্ধর্মকোবিদ এস. লোকজিৎ থের ।
স্মৃতিচারণ করেন , ভদন্ত শাসনানন্দ মহাস্থবির, ভদন্ত এল, অনিরুদ্ধ মহাস্থবির , অনুভুতি ব্যক্ত করেন হাটহাজারীর আঞ্চলিক সংঘনায়ক, কর্মযোগী ভদন্ত শীলরক্ষিত মহাথের।
কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় উদ্ধোধনী বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক প্রশান্ত কুমার বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা করেন মতিলাল বড়ুয়া।