বুদ্ধজ্যোতি আন্তর্জাতিক সংস্থা (BLIA),বাংলাদেশ চাপ্টার কর্তৃক আয়োজিত অতিমারী করোনাকালীন খাদ্যসামগ্রী বিতরণ,দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীর চিকিৎসার্থে আর্থিক সহযোগিতাদান,মাস্ক ও সেনিটাইজার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ শনিবার ২৮ আগষ্ট চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্যম মাদার্শা গ্রামে অনুষ্ঠিত সভায় সংস্থার সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট স্বদেশ কুসুম চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বুদ্ধজ্যোতি আন্তর্জাতিক সংস্থা, বাংলাদেশ চাপ্টারের ধর্মীয় শিক্ষক ও মধ্যম মাদর্শা শান্তি নিকেতন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সুপালবংস থেরো।স্বাগত ভাষণ প্রদান করেন সংস্থার সাধারণ সম্পাদক বরুণ বড়ুয়া। বক্তব্য রাখেন সংস্থার পরিচালক যথাক্রমে প্রফেসর তুষার কান্তি বড়ুয়া, প্রকৌশলী পরিতোষ বড়ুয়া,যুবনেতা ত্রিদীব বড়ুয়া তপু,যুবনেতা টিংকু বড়ুয়া, প্রণব রাজ বড়ুয়া, গৌতম বড়ুয়া, সনত কুমার তালুকদার, অনুপমা বড়ুয়া, কেমী বড়ুয়া মুক্তা এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ-মহিলা’র সাধারণ সম্পাদক চম্পাকলি বড়ুয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার পরিচালক (অর্থ) প্রকৌশলী প্রদীপ বড়ুয়া।