রাউজানের আবুরখীল দক্ষিণ ঢাকাখালী নিবাসী প্রবীণ সমাজসেবী মিহির কান্তি বড়ুয়া আর নেই। (অনিচ্চা বত সাংখারা….)
আজ শনিবার (২৮ আগস্ট) রাত ১১ টায় নগরীর স্থানীয় হাসপাতালে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন।
তিনি স্ত্রী, চার কন্যাসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাক্তন সহকারী হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) কর্মকর্তা ছিলেন।
আজ ২৯ আগস্ট, ২০২১ তাঁর জন্ম-জনপদ আবুরখীল দক্ষিণ ঢাকাখালী পৈতৃক বাড়ীতে যথাযোগ্য মর্য্যদায় অনিত্যসভা ও শেষকৃত্যানুস্ঠান সুসম্পন্ন করা হবে।