চলো করি বৃক্ষরোপন,পৃথিবী হবে সৌন্দর্যভূবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বায়েজিদ থানাধীন বুদ্ধাংকুর বিহারে ত্রিরত্ন সংঘের উদ্যোগে প্রায় শতাধিক আম,জাম,কাঁঠাল,আমলকি,নিম,হরিতকি,মেহগনি,জাম্বুরা সহ বিভিন্ন ঔষধী ও বনজ গাছ রোপন করা হয়।
শুক্রবার (২৭ আগস্ট) ত্রিরত্ন সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছর ও বুদ্ধাংকুর বিহারে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিরত্ন সংঘের উপদেষ্টা ও কাতালগঞ্জ নব পন্ডিত বিহারের বিহার অধ্যক্ষ অধ্যাপক উপানন্দ মহাথের , আরো উপস্থিত ছিলেন আনোয়ারা কেঁয়াগর বৌদ্ধ বিহারের সাবেক সাধারন সম্পাদক বিপ্লব বড়ুয়া,সংঘের সভাপতি সুমন বড়ুয়া কমল,সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়তু বড়ুয়া,অর্থ সম্পাদক সুশান্ত বড়ুয়া,সাংগঠনিক সম্পাদক সীমান্ত বড়ুয়া,অভিজিৎ বড়ুয়া,কৌশিক বড়ুয়া,অন্তর বড়ুয়া,শিকড় বড়ুয়া,রণি বড়ুয়া,সাজু বড়ুয়া,ড্যানি বড়ুয়া, প্রভাত কুসুম বড়ুয়া, প্রমুখ।অথিতিদের নিয়ে বৃক্ষরোপনের আগে আলোচনা অনুষ্টান অনুষ্টিত হয়, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।