চট্টগ্রামের পটিয়ায় পুকুরে ডুবে মারা গেছে এক মেয়েশিশু। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের উনাইনপুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
তার নাম পায়েল বড়ুয়া (১২)। সে জঙ্গলখাইন ইউনিয়নের জুয়েল বড়ুয়ার বড় মেয়ে। পায়েল বড়ুয়া জঙ্গলখাইন কৃষি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
জানা যায়, পায়েল বাড়ির সামনে পুকুরে শখ করে ঝুড়িতে করে চাল ধুতে নিয়ে যায়। ফিরে আসতে দেরি হওয়ায় পায়েলকে খুঁজতে পুকুরে যান তার মা। তিনি পুকুরে স্যান্ডল ও ঝুড়িটি ভাসতে দেখেন। পরে পুকুরের মাঝখান থেকে পায়েলকে উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।