অসহায়ের পাশে আমরা প্রতিপাদ্য নিয়ে মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশন এর করোনাকালীন অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রীর উপহার বিতরণ কার্যক্রমে আজ ১৯ আগস্ট /২১ রাঙ্গমাটি জেলা কাপ্তাই উপজেলা রাইখালী ইউনিয়নে অসহায় ও হতদরিদ্র ৫০ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। সকাল ১০ঃ৩০ টা সময় রাইখালী ইউনিয়ন পরিষদ হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে ত্রান সামগ্রী উপহার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।সংক্ষিপ্ত আলোচনা সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা শাখা আহ্বায়ক ভদন্ত নাইন্দিয়া থের মহোদয়। প্রধান অতিথি ছিলেন রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়ামং মারমা, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে প্যানেল চেয়ারম্যান মোঃ এনামুল হক, কেন্দ্রীয় কমিটির যূগ্ন আহ্বায়ক অংশেপ্রু মারমা অংশে, ৩২২ নং হেডম্যান উবাথোয়াই মারমা ও পরিষদের সদস্য ও সদস্যাবৃন্দ।
উক্ত ত্রান সামগ্রী উপহার বিতরণে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শাখা কমিটি সদস্য সচিব উসুইথোয়াই মারমা, সুইহলাপ্রু মারমা, ম্রাসাজাইন মারমা ম্রামং,আওয়াই মং মারমা,উবাসিং মারমা,উখ্যাইমং মারমা,মংচিং চৌধুরী, সদস্যা এচানু মারমা,নুসুইয়ে মারমা ও ম্রামো মারমা প্রমূখ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।