খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় তিনটহরী মঙ্গল রক্ষিত বৌদ্ধ বিহারে উপাধ্যক্ষ ভদন্ত কেলাসা মহাস্থবিরের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
আজ (২০ আগস্ট) শুক্রবার বিকাল ২ ঘটিকা সময় স্মৃতিচারণ সভা শেষে সামাজিক শ্মশানে দাহক্রিয়া সম্পন্ন করা হয়।
তবলছড়ি দীপংকর বৌদ্ধ বিহারের বিহারাধক্ষ ভদন্ত উ. সুরিয়া মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মৃতি চারণ সভা স্মৃতি চারণসহ সদ্ধর্মদেশনা করেন গুইমারা ডেবলছড়ি সিন্দুকছড়ি বাজার পাড়া সাসনা রক্ষিত বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ,সুদেশক ভদন্ত উ. ক্ষেমাসারা মহাস্থবির। অনিত্য সভা অতিথি হিসেবে আসন অলংকৃত করেন চান্দামনি বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্ত আচিন্না মহাস্থবির,অন্যান্যদের মধ্যে আরো পরম পূজনীয় ভিক্ষু সংঘের মধ্যে উপস্থিত ছিলেন ভদন্ত উ.পাইংন্দিতা মহাস্থবির, ভদন্ত সুনেন্দা মহাস্থবির প্রমূখ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ। এ ছাড়া বিভিন্ন উপজেলা থেকে আগত শিষ্য ভক্ত দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন।
উল্লেখ যে ,গত ১৫ অগাষ্ট রবিবার বিকাল ৫ টা সময় পরম পূজনীয় ভান্তে বার্ধক্যজনিত পরলোকগমন করেন। ভান্তে দেহত্যাগ কালে বয়স হয়েছিল ৯০ বছর।