বৌদ্ধ যুবাদের অন্যতম সংগঠন বুড্ডিস্ট ইয়ুথ ফেন্ডশীপ গ্রুপ বাংলাদেশের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) ভার্চুয়াল সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
বুড্ডিস্ট ইয়ুথ ফেন্ডশীপ গ্রুপের স্টিয়ারিং কমিটির মতামতের ভিত্তিতে অরুপ রতন বড়ুয়াকে সভাপতি ও হৈমন্তি বড়ুয়া সাধারন সম্পাদিকা করে ২ বছরের জন্য ৪৫ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন,
সিনিয়র সহ-সভাপতি- মিহির বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি- রিপন বড়ুয়া, সহ-সভাপতি- শতদল বড়ুয়া টমাস, সহ-সভাপতি- সজীব চৌধুরী গুন্জন, সহ-সাধারণ সম্পাদক- অমিত বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক- অনুপম সজীব বড়ুয়া রেলী, সহ-সাধারণ সম্পাদক- দেবরাজ বড়ুয়া বাংলা, সাংগঠনিক সম্পাদক – সৌরভ বড়ুয়া সুলয়, সহ-সাংগঠনিক সম্পাদক- বিপলু বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক- শৈবাল বড়ুয়া উৎপল, সহ-সাংগঠনিক সম্পাদক- ঈশিতা বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক- আবীর বড়ুয়া মুন্না, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক- সোহেল তালুকদার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক – স্থিতি বড়ুয়া, অর্থ সম্পাদক- সজীব কান্তি চৌধুরী, সহ অর্থ সম্পাদক- লিপটন বড়ুয়া, সহ অর্থ সম্পাদক- অন্বেষ বড়ুয়া, দপ্তর সম্পাদক- কুমার গৌরব বড়ুয়া, সহ দপ্তর সম্পাদক- তমাল বড়ুয়া, সহ দপ্তর সম্পাদক- অমর্ত্য বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক – সঞ্চারী বড়ুয়া, সহ সাংস্কৃতিক সম্পাদক- প্রতীম বড়ুয়া রনক, সহ সাংস্কৃতিক সম্পাদক- সমাপ্তি বড়ুয়া, প্রকল্প ও পরিকল্পনা সম্পাদক – টিটু বড়ুয়া শ্রাবণ, সহ প্রকল্প ও পরিকল্পনা সম্পাদক- অভিজিৎ বড়ুয়া, সহ প্রকল্প ও পরিকল্পনা সম্পাদক – শান্তনু বড়ুয়া, আই.টি সম্পাদক – সংকল্প চৌধুরী রঞ্জন, সহ আই.টি সম্পাদক- তনয় বড়ুয়া, সমাজ কল্যাণ সম্পাদক- শিবা চৌধুরী, সহ সমাজ কল্যাণ সম্পাদক- সতেজ বড়ুয়া,সহ সমাজ কল্যাণ সম্পাদক- সুচয়ন বড়ুয়া টুটুল, সহ সমাজ কল্যাণ সম্পাদক-স্বপ্নিল চৌধুরী রবিন,
কার্যকরী সদস্য : তনয় বড়ুয়া, রূদ্র বড়ুয়া, অভিলাস বড়ুয়া, অনিক চৌধুরী, পিয়াল বড়ুয়া, বিজয় বড়ুয়া, তীর্থ মালঞ্চ বড়ুয়া, জয় চৌধুরী, শুভ্র বড়ুয়া, স্বরূপ বড়ুয়া, শিপন বড়ুয়া।