রাংগামাটি বাঘাইছড়ি উপজেলার বটতলা নবজ্যোতি মনোরম বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ ভদন্ত মিলনমিত্র মহাথের আর নেই। (অনিচ্চা বত সাংখারা……)
আজ শুক্রবার ২০ আগস্ট ২০২১ ভোর ৩টা ২০মিনিটে ১০৩ বছর বয়সে নিজ বিহারে পরলোকগমন করেন।
তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।