1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০১:১৪ অপরাহ্ন

আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে শান্তপদ মহাথের’র মৃত্যুবার্ষিকী ও ত্রৈমাসিক বর্ষাব্রত উপলক্ষে সংঘদান

প্রতিবেদক
  • সময় শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ১৫৩ পঠিত

ঢাকা মেরুলবাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন কর্তৃক আয়োজিত- আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের স্বপ্নদ্রষ্ঠা প্রয়াত শান্তপদ মহাথের’র ৩৪তম মৃত্যুবার্ষিকী ও ত্রৈমাসিক বর্ষাব্রত উপলক্ষে সংঘদান অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২০ আগষ্ট) বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের’র সভাপতিত্বে এ পুণ্যময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব  সম্পদ বড়ুয়া ।ধর্মদেশনা করেন- বিবিএফের সহসভাপতি ভদন্ত বুদ্ধানন্দ মহাথেরো, বুদ্ধিস্ট ফেডারেশন এর সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, ধর্মরাজিক মহাবিহারের উপাধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথের, নারায়ণগন্জ বিহারের অধ্যক্ষ ভদন্ত চন্দ্রবংশ থের।

বক্তব্য রাখেন- বিবিএফ এর সভাপতি প্রকৌ: দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া , প্রফেসর ড. সুকোমল বড়ুয়া বিবিএফের সাবেক সভাপতি নেত্রসেন বড়ুয়া , সহসভাপতি শাক্যপ্রিয় বড়ুয়া , অধ্যাপিকা গীতান্জলি বড়ুয়া , ব্রহ্মাণ্ড প্রতাপ বড়ুয়া রিপন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে সম্পদ বড়ুয়া বলেন- প্রয়াত শান্তপদ মহাথের যেভাবে সমাজ উন্নয়নে কাজ করেছে- তাঁর ধারাবাহিকতা রক্ষা করতে শান্তপদ মহাথেরো’র মতো আলোকিত মানুষ তৈরী করতে হবে।

এ উপলক্ষে শান্তপদ মহাথের’র প্রতিবিম্বটির আবরণ উন্মোচন করা হয়।

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!