প্রথম বৌদ্ধ সঙ্ঘায়ন বা সংগীতি ও ভদন্ত আনন্দ স্থবিরের অর্হত্ব লাভের পূণ্যময় বার্তায় ঐতিহ্যময় শ্রাবণী পূর্ণিমা সমগ্র বৌদ্ধ বিশ্বের কাছে অন্যতম ধর্মীয় উৎসব তথা পর্বদিন।
তাছাড়া আজ ২১ আগস্ট, ২০২১ইং ২৫৬৫ বুদ্ধবর্ষের ত্রৈমাসিক বর্ষাবাসের ৫ম গৃহী উপোসথ।
পারমিতা পূরণে শীল যেমন আবশ্যক, তেমনি অপ্রমত্তভাবে জীবন-যাপনে শীল পালন অপরিহার্য্য। এছাড়া, শীল পালনে ব্যক্তি জীবন সুন্দর হয়, পারষ্পরিক ভ্রাতৃত্ববোধ দৃঢ় হয়, পরিবার-সমাজ হয় কুলষমুক্ত। তাই আসুন সবে মিলে শীল প্রতিপালন করি, ধন্য করি দূলর্ভ মানব জীবন।
জগতের সকল প্রাণী সুখী হউক।