বিশুদ্ধরূপে শীল পালনে ব্যক্তি জীবন সুন্দর, সুশৃ্ঙ্খল ও অপ্রমাদময় হয়। ইহা ইহজীবন ও পরজীবনে শ্রেষ্ঠ পূণ্যফল প্রদান করে এবং ইহা অন্তিমে পরম শান্তি নির্বাণের লাভের সোপান সদৃশ। তাই বিশুদ্ধরূপে শীল প্রতিপালন করুন, ধন্য করুন দূর্লভ মানব জীবন।
২৫৬৫ বুদ্ধাব্দের ত্রৈমাসিক বর্ষাবাসের চতুর্থ উপোসথ পবিত্র অষ্টমী তিথি, ১৫ আগস্ট ২০২১ ইংরেজী, রবিবার।