কক্সবাজারের উখিয়ায় ঝুলন্ত অবস্থায় সৈকত বড়ুয়া (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ আগস্ট) সকালে পাতাবাড়ী খেলার মাঠ সংলগ্ন নিজের বাড়ির পার্শ্ববর্তী একটি কম্পিউটার সেন্টারের আঙ্গিনা থেকে সৈকতের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোর্শেদ।
সৈকত বড়ুয়া উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকার সানন্দ বড়ুয়ার ছেলে। সৈকত পেশায় নোহা মাইক্রোবাসের চালক।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সৈকতের সঙ্গে তার এক দূর সম্পর্কের আত্মীয়ের দীর্ঘদিনের প্রেম ছিলো। ওই নারী বিবাহিত ও সম্পর্কে চাচী হওয়ায় সৈকতের পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি। রোববার রাতে এই বিষয়ে পরিবারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে বেড়িয়ে পড়েন সৈকত। সকালে তার লাশ পাওয়া যায়।