চট্টগ্রাম চান্দগাঁও বাকলিয়া সদ্ধর্মরত্ন বিহারের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ভদন্ত শীলজ্যোতি থের (৭০) আর নেই। (অনিচ্চা বত সাংখারা……)
আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ১০.৪৫ টায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন।
তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।