প্রয়াত ভদন্ত উ পঞ্ঞা জোত মহাথের’র শিষ্য ভদন্ত উ সেট্ঠা পঞ্ঞা থের আর নেই। (অনিচ্চা বত সাংখারা….)
সোমবার (২ জুলাই) সকাল ১০ টায় মায়ানমারের ইয়ানগুণে বাংলাদেশ বুড্ডিস্ট মনেস্টারিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে করেন। তিনি বেশ কিছুদিন ধরেই রোগগ্রস্ত ছিলেন। তিনি মায়ানমারে বাংলাদেশ বৌদ্ধ বিহারে ২০ বছরের অধিক কাল অবস্থান করে ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন। তিনি গত বছর ২০২০ সালে ধম্মাচারিয় ডিগ্রি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।
খাগড়াছড়ি জেলার জন্মজাত উ সেট্ঠা পঞ্ঞা একজন বিনয়ী, মৃদুভাষী ও অমায়িক ভিক্ষু ছিলেন।