করোনা ভাইরাস নির্মূলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত লকডাউনে সিলেট নগরীর কয়েকটি এলাকার গরীব ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন চট্টগ্রাম রাউজানের মনচন্দ্র-শুশীলা, বিমান-পটু ফাউন্ডেশন ও রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশনের যৌথ পৃষ্ঠপোষকতায়।
গত ৩০ জুলাই দৈনিক ইনফো বাংলা ও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে নগরীর বিভিন্ন এলাকায় ছিন্নমূলসহ গরীব-দুস্থদের মাঝে ৪৫০ প্যাকেট খাবার বিতরণ করা হয়।
সিলেট ক্বীন ব্রীজ সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিক খাবার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রাক্তন প্রশাসক, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালের রেজিস্টার বদরুল ইসলাম শোয়েব, ইস্পাহানি টি লিমিটেড- সিলেট বিভাগীয় প্রধান মোঃ আনিসুজ্জামান পাটোয়ারী, শহিদুল ইসলাম, প্রকৌশলী রানা বড়ুয়া, মোঃ আবু বশর। বিতরণ কাজে সহযোগীতা করেন মাসুক আহমেদ, আবদুল মালেক, কয়েস আহমেদ, শিপন আহমেদ ,জুবায়ের, শাহারিয়ার, সীমান্ত বড়ুয়া জয়, রবিউল ইসলাম, জসিম উদ্দিন, হুমায়ন আহমেদ, ববিন্দ্র চন্দ্র দেব আশীষ, মোঃ ইসলাইল আলী, মোঃ বাবুল হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বৈশ্বিক মহামিরি করোনাকালীন সময়ে সকলকে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্বসহ স্বাস্থবিধি মেনে চলা এব যথাসময়ে করোনা টিকা গ্রহণ এবং এজাতীয় কাজে সরকারের পাশা-পাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।।