বেতবুনিয়া উত্তমানন্দ বেনুবন সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শাসন প্রিয় মহাথের আর নেই । (অনিচ্চা বত সাংখারা…….)
আজ শুক্রবার (৩০ জুলাই) সকাল ১১টা ১২ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়াণ লাভ করেন।
প্রয়াণকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
তিনি বাধ্যক্ষজনিত নানা রোগে ভুগছিলেন ।